মুখ‍্যমন্ত্রীর ঘোষনা থাকলেও বীরভূমের তারাপীঠ মন্দির খুলবে না ১ লা জুন জানালো মন্দির কর্তৃপক্ষ

30th May 2020 বীরভূম
মুখ‍্যমন্ত্রীর ঘোষনা থাকলেও বীরভূমের তারাপীঠ মন্দির খুলবে না ১ লা জুন  জানালো মন্দির কর্তৃপক্ষ


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান , ১লা জুন থেকে খোলা হবে মন্দির ,মসজিদ, গির্জা সহ সকল ধর্মীয় স্থান । তবে জমায়েত করা যাবেনা। সকল ধর্মীয় স্থানগুলিতে স্যানিটইজার স্প্রে করতে হবে  । সেই কথা মাথায় রেখে  তারাপীঠ মন্দির চত্বরে তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে একটি মিটিং হয় । যে মিটিং এ জানানো হয়,   পয়লা জুন থেকে ১৫ ই জুুুন তারিখ মধ্যে খুলছে না মন্দির । যদিও বা ১৫ তারিখ মন্দির খোলা হয় তবে ১৪ তারিখ জানিয়ে দেয়া হবে।  তার আগেই  মন্দির কমিটির মিটিং হবে এবং তারা প্রশাসনের বিধিনিষেধ মেনেই সব কথা মান্য করে মন্দির খুলবে। সবার মুখে মাক্স এবং যে সব দর্শনার্থী ভক্তরা আসবে তাদেরকে স্যানিটাইজার ব‍্যবহার করতে হবে । থার্মাল স্ক্রীনিং ও করা হবে। 





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।